Sponsored

India One Air পরিষেবা বন্ধ কোচবিহার বিমানবন্দরে, ভোটের আগে বড় সিদ্ধান্ত !

 
নিউজ ডেস্ক: বিমানবন্দর আবারও অনিশ্চয়তায়। চুক্তি শেষ হওয়ার ফলে India One Air আগামী ৩১ জানুয়ারির পর থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করতে চলেছে—এমনটাই সূত্রের খবর।


সূত্র অনুযায়ী, India One Air-এর বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারির শেষে। চুক্তি নবীকরণ না হওয়ায় উড়ান পরিষেবা পুরোপুরি স্থগিত হতে পারে।


ভোটের মুখে এই সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক চর্চা। কারণ—

যখন বিমানবন্দর চালু হয়েছিল, তখন কেন্দ্র ও রাজ্য—দুই পক্ষই ক্রেডিট নেওয়ার জন্য সরব হয়েছিল।



এখন পরিষেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, ভবিষ্যতে এই পরিষেবা আবার কবে শুরু হবে?


২০২৩ সালে পরিষেবা শুরু হওয়ার পর নিয়মিত যাত্রী যাতায়াতে সুবিধা হয়েছিল। পরিষেবা বন্ধ হলে—

ব্যবসা, চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ, পর্যটন 

সব ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।



চুক্তি নবীকরণের বিষয়ে কেন্দ্র বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


কোচবিহার বিমান পরিষেবা আবারও স্থগিত হলে, অঞ্চলটির উন্নয়ন কার্যত ধাক্কা খাবে—এমনটাই মত বিশেষজ্ঞদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ