আগে শুধুমাত্র এসি কোচের যাত্রীরা যে বেডরোল পরিষেবা পেতেন, এবার সেই সুবিধাই পাওয়া যাবে নন–এসি স্লিপার কোচেও। যাত্রীদের আরাম ও সার্ভিস কোয়ালিটি বাড়াতে দক্ষিণ রেলওয়ে বড় পদক্ষেপ নিয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকে চেন্নাই বিভাগের নির্বাচিত ট্রেনগুলিতে স্লিপার কোচের যাত্রীরা অন-ডিমান্ড বেডরোল পেতে পারবেন।
রেল সূত্রে জানা গেছে, এই বেডরোল পরিষেবার মধ্যে থাকবে—চাদর বালিশ ও কভার কম্বল (প্রয়োজনে)
যাত্রীরা চাইলে আলাদা আলাদা আইটেমও নিতে পারবেন।
এই পরিষেবার জন্য সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীরাও সহজে উপকৃত হন।
দক্ষিণ ভারতে যাত্রী সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে উৎসব ও পর্যটন মরসুমে স্লিপার কোচে ভিড় থাকে ব্যাপক। তাই যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতে রেলওয়ের এই নতুন উদ্যোগকে যাত্রী মহলে স্বাগত জানানো হচ্ছে।
রেল কর্মকর্তাদের দাবি, ভবিষ্যতে এই পরিষেবা দক্ষিণ ভারতের বাইরে অন্যান্য জোনেও চালু করা হতে পারে। এর ফলে দীর্ঘ পথের যাত্রায় নন–এসি স্লিপার কোচের যাত্রীদের আরাম উল্লেখযোগ্যভাবে বাড়বে।
ভারতীয় রেলওয়ের যাত্রী সেবায় যোগ হলো নতুন অধ্যায়।


0 মন্তব্যসমূহ